মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৩ রজব, ১৪৪৬

মূলপাতা বিএনপি

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন রিজভী



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ণ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক পর্যায়ে তিনি মাথা ঘুড়ে পড়ে যান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৮ ফেব্রুয়ারি) সোমবার সকালে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী অসুস্থ হয়ে পড়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রিজভীর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিকস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন।

উল্লেখ্য, কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে দুদফা ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর