শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

সু চিকে ছাড়াই শপথ নিয়েছেন এনএলডির ৭০ এমপি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অভ্যুত্থান ঘটিয়ে জান্তা পার্লামেন্ট বাতিল করলেও অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফল ডেমোক্রেসির (এনএলডি) ৭০ জন সদস্য শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানী নেপিদোতে একটি ভবনে সকালে তারা শপথ নেন।

শপথ নেওয়ার পর এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন বলেন, ‘আমরা আইনগতভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ অধিবেশন আহ্বান করার অধিকার আমাদের আছে।’

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ত। বুধবার সু চির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ।

এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন বলেন, ‘শপথের স্থান গুরুত্বপূর্ণ নয়। এমপিরা অংশ নিয়েছেন এটাই শপথ। এটাই পার্লামেন্টের আহ্বান। আজ সকালে আমরা শপথগ্রহণের আগে জনগণের ম্যান্ডেট নিয়েছি। জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। নেপিদো ছেড়ে যাওয়া এমপিরাও দ্রুত শপথ নেবেন।’

গত সোমবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ নির্বাচিত সরকারি দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, সু চির দল এনএলডি অনিয়ম করে ওই নির্বাচনে একচেটিয়া জয়লাভ করেছে। তাই সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে শীর্ষ সেনা কর্মকর্তারা।

তথ্যসূত্র: দ্য হিন্দু

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর