শনিবার, ২৫ মার্চ, ২০২৩ | ১১ চৈত্র, ১৪২৯ | ২ রমজান, ১৪৪৪

মূলপাতা আইন-আদালত

বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩০ : অপরাহ্ণ

লন্ডনের একটি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বঙ্গবন্ধুর সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন তারেক রহমান। ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদী হয়ে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।

মন্তব্য করুন


আরও খবর