রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০০ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আল জাজিরার সম্প্রচার বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, আল জাজিরা বলেছে আরও কয়েকটি প্রতিবেদন দেখাবে। তাদের সম্প্রচার বন্ধ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। কারণ আমরা বন্ধ করে খুব একটা লাভ নাই, পৃথিবী এখন উন্মুক্ত।
আজ (৩ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। আল জাজিরার সম্প্রচার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আল জাজিরার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না আমরা সরাসরি যোগাযোগ করি নাই। আমরা এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছি। আমরা আশা করব, আল জাজিরা আরও দায়িত্বশীল হবে।
তিনি বলেন, আল-জাজিরা যে প্রতিবেদন সম্প্রচার করেছে, তা একটি মিথ্যা প্রতিবেদন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় গত সোমবার রাতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ হিসেবে বর্ণনা করেছে সরকার।