মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা জাতীয়

গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধীদল দরকার: প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২১ ৬:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধীদল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার।আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই।’

আজ রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে ‘মুজিববর্ষের কার্যক্রম’ এবং ‘মুজিববর্ষ ওয়েবসাইট’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এ ওয়েব সাইটে পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে মৃত্যু অবধি জাতির জনকের বিভিন্ন ভাষণের দৃশ্যপট ও অডিও সংকলন সন্নিবেশ করা হয়েছে।

সরকারপ্রধান বলেন, ‘নেতৃত্বের অভাবের কারণে সংসদে বর্তমান বিরোধী দলগুলো জনগণের কাঙ্ক্ষিত আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেনি। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদের নিজস্ব ভূমিকা রয়েছে।’

জনপ্রতিনিধিরা সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারেন, ‘এই প্রসঙ্গে সংসদে বিরোধীদলীয় নেতা থাকাকালীন তার দিনগুলোর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, যেখানে বিরোধীদের কথা বলার ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। আমরা বলতে পারি, অন্তত আমরা সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সমস্যা তৈরি করছি না।’

জাতির পিতার অবদান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুর নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এমনকি তারা স্বাধীনতা ও ভাষা আন্দোলন থেকেও বঙ্গবন্ধুর নাম এবং অবদান মুছে ফেলার চেষ্টা করেছিল।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, ‘জিয়াউর রহমান, এইচ এম এরশাদ এবং খালেদা জিয়া বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের অনেক সংরক্ষণাগার ধ্বংস করেছেন।’

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর