শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা অন্যান্য দল

নির্বাচন কমিশনকে ‘সিরিয়াল কিলার’ বললেন ডা. জাফরুল্লাহ



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৯ জানুয়ারি ২০২১, ৫:১৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশনকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, সরকার, আমলা ও পুলিশের মদদপুষ্ট এই কমিশন গণতন্ত্র, আশা-আকাঙ্ক্ষাগুলো একের পর এক হত্যা করেই যাচ্ছে। একবার হত্যা করে তারা থামছে না, বার বার কাটা ঘাঁয়ে লবন দিয়েই যাচ্ছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিচার বিভাগের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের এমপি বিদেশের মাটিতে যখন সাজাপ্রাপ্ত হয়, তখন আমাদের দেশের বিচারালয় ঘুমিয়ে থাকে নির্জিব পাথরের মত, তারা দেখেও দেখে না। অথচ এখানে নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়, জেল খাটে। এটি লজ্জাজনক।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন থেকে শুধু ভাল কথা বলে তার লাভ কী? বরং পদত্যাগ করলে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে উদাহরণ সৃষ্টি হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর