বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

চসিক নির্বাচন: আ’লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে গোলাগুলি, আহত ২



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২১ ৯:৪৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের আসাদগঞ্জ ছোবাহানীয়া আলীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। আহতদের একজনকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৭ জানুয়ারি) বুধবার ভোট শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর ও বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোলাগুলিও হয়। এতে দুজন আহত হয়েছেন। ওই ভোটকেন্দ্র থেকে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সব পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি রাজনীতি সংবাদকে বলেন, আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের সমর্থকরা ছোবাহানীয়া আলীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের ছুরিকাঘাতে আমার দুজন কর্মী আহত হয়েছেন। ওই কেন্দ্র থেকে আমার ও বিএনপির মেয়র প্রার্থীর সব এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে রাজনীতি সংবাদকে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিনের মোবাইলে কল করা হলে তিনি সংযোগ কেটে দেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর