শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

চট্টগ্রাম সিটির ভোট প্রসঙ্গে ইসি সচিব বললেন, ভালো নির্বাচন হয়েছে


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ভালো নির্বাচন হয়েছে। স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে। তবে দুটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, সে দুটি স্থগিত রয়েছে। অভিযোগ পেলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আগের তুলনায় এই নির্বাচনে কম সহিংসতা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে ভোটার উপস্থিতি‌র হার কম থাকা প্রসঙ্গে ইসি সচিব আলমগীর বলেন, ভোটদানের প্রতি নাগরিকদের অনীহা রয়েছে। হয়তো দেশ উন্নত হ‌ওয়ার সাথে সাথে মানুষও ভোটদানে আগ্রহ হারিয়েছে।

তিনি বলেন, কোনো কোনো কেন্দ্রে ৫০ থেকে ৮০ ভাগ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো কেন্দ্রে আবার ৫ ভাগ ভোটও পড়তে পারে।

বিএনপির অভিযোগ সম্পর্কে ইসি সচিব বলেন, বিএনপির অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। উপযুক্ত প্রমাণসহ অভিযোগ করা হলে বিষয়টা ভেবে দেখা হবে, ভিডিও থাকলে ভালো হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর