শনিবার, ৩ জুন, ২০২৩ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

চসিক নির্বাচন: ভোট বর্জন করলেন বিএনপির কাউন্সিলর প্রার্থী মনি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২১ ১২:০০ : অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনির কোনো এজেন্টকেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। তিনি নিজেও ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন। এর প্রতিবাদে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

আজ (২৭ জানুয়ারি) বুধবার সকালে কোনো এজেন্টকেই কেন্দ্রে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে মনোয়ারা বেগম মনি লালখান বাজার মোড়ে গিয়ে রাস্তায় প্রতিবাদী অবস্থান নেন। এসময় সেখানে বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ উপস্থিত থাকলেও তারা নিশ্চুপ ছিলেন।

মনোয়ারা বেগম মনি সাংবাদিকদের বলেন, ‘২০০৫ থেকে টানা ৩ বার নির্বাচিত হয়ে আসছি। এবারের নির্বাচনে আমার ৩১৪ জন এজেন্ট ছিল। কিন্তু কাউকেই কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। সকলকেই বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। আমি এই নির্বাচন বর্জন করলাম।’

মন্তব্য করুন


আরও খবর