বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

চসিক নির্বাচন: ভোটকেন্দ্রে সহিংসতার অভিযোগে বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৭ জানুয়ারি ২০২১, ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে একটি ভোটকেন্দ্রে ঘেরাও করে হামলা এবং ইভিএম ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করেছে পুলিশ।

আজ (২৭ জানুয়ারি) বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন রাজনীতি সংবাদকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। পাথরঘাটা মহিলা কলেজ কেন্দ্রে নির্বাচনি কর্মকর্তা আহতের ঘটনায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইসমাইল বালীকে আটকের পর থেকে কোতয়ালি থানার সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা। এসময় তাকে ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগানও দেন তারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর