বগুড়ার ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
আজ (২৬ জানুয়ারি) মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত পাঁচ নেতা হলেন- গাবতলী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল রেজা, সাবেক সদস্য আবদুল করিম, পৌর কৃষক দলের সাবেক সভাপতি আইয়ুব হোসেন রাজু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল আলম রাসেল এবং পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি সুজন আহম্মেদ।
এই ৫ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
মন্তব্য করুন