বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

চসিক নির্বাচন: ভোটের দুই দিন আগে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৪ জানুয়ারি ২০২১, ৮:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটের প্রচারণা শেষের আগের দিন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গণসংযোগে কয়েক দফা হামলার শিকার হওয়ার পর রোববার (২৪ জানুয়ারি) বিকেল থেকে তার নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর রাজনীতি সংবাদকে এ তথ্য জানান। তিনি বলেন, ডা. শাহাদাতের গণসংযোগে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু ভোটের দুই দিন আগে পুলিশ মোতায়েন করে কী লাভ ?

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ কর্মকর্তা ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বিএনপির মেয়র প্রার্থী বিভিন্ন সময়ে তার প্রচারণায় হামলার অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের সুপারিশে তার নিরাপত্তায় আজ থেকে চারজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, সোমবার (২৫ জানুয়ারি) শেষ হচ্ছে চসিক নির্বাচনের প্রচারণা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর