মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

মানুষের আস্থা অর্জনে প্রথমে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ ডা. জাফরুল্লাহর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২১ ২:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মানুষের ‘আস্থা অর্জনের জন্য’ প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনার ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘সব ওষুধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। আমাকে যদি বলে… যদি আমার নাম আগে আসে, আমি (টিকা) নিয়ে নেব। তবে আমি চাই যে আমার প্রধানমন্ত্রী আগে নেবেন।’

আজ (২২ জানুয়ারি) শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ভারতের এক-তৃতীয়াংশ মানুষ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন নেওয়ার পর হয়তো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে ভ্যাকসিন নিয়ে মানুষের আস্থা অর্জন করবেন।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সব চিকিৎসকদের নয়, যারা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, শুধু তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়া উচিত। একইভাবে শুধু ট্রাফিক পুলিশদের ভ্যাকসিন দেওয়া উচিত। পাশাপাশি সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শেষ হওয়ার আগে বেসরকারিভাবে ভ্যাকসিন দেওয়ার অনুমোদন না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, যখনই একটি পণ্যের মূল্য বেড়ে যায়, তখনই অসৎ লোকেরা নকল জিনিস তৈরির মাধ্যমে অর্থ আয়ের সুযোগ নেয়’।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর