শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সাংসদ একরাম চৌধুরীর, নোয়াখালীতে তোলপাড়


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২১ ১:০১ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজাকার পরিবারের লোক বলে বিস্ফোরক মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তার এ বেফাঁস মন্তব্য নিয়ে নোয়াখালীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

২৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ‘দেশী মানুষ, আসসালামু আইলাইকুম। আজ আমি কথা বললে মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে এসেছে। কয়েক দিনের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলব। তার ভাই শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে আরো কথা বলবো।’

পরে তার বক্তব্য নিয়ে প্রতিবাদ শুরু হলে তাৎক্ষণিক ফেইসবুক আইডি থেকে ভিডিওটি সরিয়ে নেন তিনি। ভিডিওটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

মন্তব্য করুন


আরও খবর