শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

গুজরাটে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল লরি, মৃত ১৩


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ জানুয়ারি, ২০২১ ১০:০৫ : পূর্বাহ্ণ

ফুটপাতে শুয়ে ঘুমোচ্ছিলেন ওরা। তাদের উপর দিয়ে লরি চলে যাওয়ায় মৃত্যু হল ১৩ জনের। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোরে ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাতের সুরতের কিম চার রাস্তা এলাকায়।

জানা গিয়েছে, সুরতের রাস্তার ওই ফুটপাতে বেশ কয়েক জন শুয়েছিলেন। তাদের সকলের বাড়ি রাজস্থানের বাঁশওয়ারা জেলায়। পেশায় শ্রমিক। দ্রুতগতির লরি পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। বাকিরা ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা নিয়ে সুরতের ডেপুটি পুলিশ সুপার সিএম জাদেজা বলেছেন, ‘আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে লরিটির ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখনই ফুটপাতের উপর দিয়ে গিয়ে পিষে দেয় ঘুমন্ত শ্রমিকদের।’

টুইটে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

তথ্যসূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন


আরও খবর