বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

২৭ জানুয়ারি নৌকার সমর্থকদের ভোটকেন্দ্রের অদূরে অবস্থান নিতে বললেন নাছির



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৮ জানুয়ারি ২০২১, ৫:০১ অপরাহ্ণ

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় নৌকার সমর্থকদের ভোটকেন্দ্রের অদূরে সামনে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। নৌকার সমর্থকদের উদ্দেশে সাবেক সিটি মেয়র বলেন, নৌকা প্রতী‌কের শা‌ন্তি ‌প্রিয় কর্মী সমর্থক আপনারা আগামী ২৭ তা‌রিখ নির্বাচনী বি‌ধিমালা মে‌নে কে‌ন্দ্রের অদু‌রে অবস্থান নি‌বেন। নির্বাচ‌নে য‌দি কেউ অশা‌ন্তি তৈরী কর‌তে চায়,  সন্ত্রাস নৈরা‌জ্যের প‌থে হাঁট‌তে চায় তা‌দের বিরু‌দ্ধে গণপ্রতি‌রোধ গ‌ড়ে তুলবেন। খেয়াল রাখ‌বেন কেউ যা‌তে অশা‌ন্তি সৃ‌ষ্টি কর‌তে না পা‌রে।

আজ (১৮ জানুয়ারি) সোমবার নগরীর প‌শ্চিম বাক‌লিয়া, উত্তর ও দ‌ক্ষিন পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়া‌র্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নৌকার পা‌লে বিজ‌য়ের হাওয়া লে‌গে‌ছে জানিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রা‌মের মানুষ উন্নয়নের প‌ক্ষে নৌকায় ভোট দি‌তে জোটবদ্ধ। নৌকার পা‌লে বিজ‌য়ের হাওয়া লে‌গে‌ছে দে‌খে হয়‌তো কা‌রো মাথায় গন্ড‌গোল দেখা দি‌তে পা‌রে। চট্টগ্রা‌মের উন্নয়‌নের স্বা‌র্থে এক‌দি‌কে দলমত নি‌র্বি‌শে‌ষে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক ও ব‌্যবসায়ী সংগঠনগু‌লো নৌকা প্রতীক‌কে সমর্থন জা‌নি‌য়ে যা‌চ্ছেন।

নৌকার মেয়র প্রার্থী বলেন, এক‌টি অশা‌ন্তি পা‌র্টি মি‌থ্যা ও ভি‌ত্তিহীন অজুহাত তু‌লতে শুরু ক‌রে‌ছে। গণ‌বি‌চ্ছিন্ন এ দল‌টি জনরা‌য়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বারবার তারা নির্বাচ‌নে প্রার্থী হ‌য়েও জনগণ দ্বারা প্রত‌্যাখ‌্যাত হ‌য়ে নানা অজুহাত তু‌লে স‌রে গি‌য়ে অশা‌ন্তি সৃ‌ষ্টির পায়তারা ক‌রে‌ছে।

তিনি বলেন, আমি মেয়র নির্বা‌চিত হ‌লে দীর্ঘ রাজ‌নৈ‌তিক অ‌ভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দি‌য়ে প্রিয় চট্টগ্রাম‌ শহরকে নান্দ‌নিক ও আধু‌নিক নগরী হি‌সে‌বে গ‌ড়ে তুল‌বো।

গণসংযোগে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ১৮ নম্বর প‌শ্চিম বাক‌লিয়া ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী শহীদুল আলম, ২৮ নম্বর দ‌ক্ষিন পাঠানটুলি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী জা‌হেদা বেগম প‌পি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর