সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১ আশ্বিন, ১৪৩১ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

নির্বাচনকে একটু রমরমা করতেই এবার ‘মডেল’ ছিলেন কাদের মির্জা: রিজভী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৬০টি পৌরসভার নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলে সরকার, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, ‘পূর্বনির্ধারিত এসব একতরফা নির্বাচনকে একটু রমরমা করতেই এবার ‘মডেল’ ছিলেন বসুরহাটের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। আওয়ামী লীগের এই নাটক মানুষ আগেই টের পেয়েছে।’

আজ (১৮ জানুয়ারি) সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

পৌরসভা নির্বাচনে চর দখলের মতো ভোটকেন্দ্র দখল করা হয়েছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘সর্বত্র চর দখলের মতো কেন্দ্র দখল করে ইভিএম দিয়ে কারচুপি করা হয়েছে। বহু কেন্দ্রে ইভিএমে নৌকা ছাড়া কোনো প্রতীক রাখেনি। মানুষ ভোট দিতে গিয়ে দেখে যে, শুধু নৌকায় ভোট পড়ছে। অনিয়ম, ভোট জালিয়াতি ও পেশিশক্তির বিষয়ে অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি।’

‘নির্বাচন কমিশন আওয়ামী লীগের পোস্ট বক্স’ উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ আমলে জনগণের ভোটে হার-জিত নির্ধারিত হয় না। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স মাত্র। তাদের কাজ হচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা। এ খেলার মাস্টারমাইন্ড সরকার আর খেলোয়াড় হিসেবে আছে পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশন সরকারের হাতের পুতুল।’

পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি ছিল, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে- নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরের এ ধরনের বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘সরকারের কাছে আত্মা বিক্রি করলেই শুধু এমন নগদ মিথ্যা বলা যায়। এই কমিশন সরকারের ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। বরাবরের মতোই শনিবারের পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত নির্লজ্জ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর