রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২১ ১১:০৬ : পূর্বাহ্ণ
ফেনীর দাগনভূঞা পৌরসভার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় একজন আনসার সদস্যসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণে দায়িত্বে থাকা আরিফুল নামের এক আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া ভোট কেন্দ্রের পাশে তারেক হোসেন ও সুজন নামের দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার গোরফান উদ্দিন জানান, সকালে দাগনভূঞা পৌর নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে দ্রুত সরে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় ভয় পেয়ে অনেক ভোটার কেন্দ্র থেকে চলে গেছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে।