ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্তত ৬০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ম্যাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
দেশটির গণমাধ্যগুলো বলছে, শুক্রবার ভোরে শহর কেঁপে উঠলে ঘর থেকে বেরিয়ে আসে মানুষ। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৭ সেকেন্ড। ৬০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সুনামির সংকেত দেখায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এপি বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে।
ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।