বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা বিএনপি

নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনারা কী করছেন, কাদেরকে ফখরুল



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৫ জানুয়ারি ২০২১, ১:৩৭ অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আয়নার দিকে তাকাতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্য, আমাদের বন্ধুরা নিজের দিকে একবারও তাকান না। সাধারণ সম্পাদক সাহেবকে অনুরোধ করব, আয়নার দিকে তাকান। বুকে হাত দেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে, আপনারা কী করছেন। আপনারা এই জাতির সব আশা-আকাঙ্ক্ষাকে ধুলিস্যাৎ করে দিচ্ছেন।’

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

‘সরকারের উন্নয়ন, জনকল্যাণ কাজ প্রশ্নবিদ্ধ করা বিএনপির কাজ’-ওবায়দুল কাদেরের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘উনার ভাই (কাদের মির্জা) উনার উত্তর দিয়েছেন, আমাকে দিতে হবে না। উনার ভাই, তিনিও আওয়ামী লীগ করেন, কাদের মির্জা সাহেব, উনি বলে দিচ্ছেন যে, আওয়ামী লীগ কী করছে, তাঁর ভাই কী করছেন।’

নির্বাচন কমিশন ইভিএম মেশিন নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘যেটা ১২০০ টাকার মেশিন, সেটা ৩৬০০ টাকায় কেনা হচ্ছে। প্রতিটা জিনিস দুই-তিনগুণ বেশি দামে কিনেছে নির্বাচন কমিশন।’ ইভিএমে ভোট গ্রহণের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম।’

স্থানীয় সরকার নির্বাচনে সরকার ভোট ডাকাতি করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। ফখরুদ্দীন-মইনুদ্দিনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্র সরিয়ে দিয়ে এখন এককভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার মূল উদ্দেশ্য একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সকার গঠন করতে হবে।’

দেশে করোনাভাইরাসের টিকা নিয়ে এখন মেগা লুটপাট চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘উন্নয়ন আমরা চাই, কিন্তু সেই উন্নয়ন মানে কি মানুষের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেওয়া? জাতির সব স্বপ্ন ধুলিসাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে নিচ্ছে সরকার।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর