রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৩ জানুয়ারি ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতির যে অভিযোগ করেছেন, তার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বুধবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।’
আল কায়দা নিয়ে মাইক পম্পেওর সাম্প্রতিক একটি বক্তব্যে বাংলাদেশকে জড়ানোর বিষয়টি নজরে আসার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়। মাইক পম্পেওর উল্লেখ করেছিলেন, বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো প্রমাণ নেই।’
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ সকল প্রকার সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে এবং এই বিপর্যয় মোকাবেলায় সম্ভাব্য সকল পদক্ষেপ ও পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ মনে করে যে মার্কিন সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশকে আল-কায়েদা অভিযানের সম্ভাব্য অবস্থান হিসেবে যে উল্লেখ করেছেন, তা ভিত্তিহীন এবং এর প্রমাণ নেই।
এ জাতীয় দাবি প্রমাণসহ জানাতে পারলে বাংলাদেশ সরকার এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে জল্পনা-কল্পনার বাইরে এ জাতীয় বিবৃতি দেওয়া হলে বাংলাদেশ এটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বিবেচনা করে।