শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১ ফাল্গুন, ১৪৩১ | ১৪ শাবান, ১৪৪৬

মূলপাতা বিনোদন

এক ছবিতেই ২০ কোটি রুপি হাঁকিয়ে আলোচনায় কার্তিক



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৩ জানুয়ারি ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পারিশ্রমিক যেনো হু হু করে বাড়ছে। অনেক প্রখ্যাত পরিচালকরা তার ছবিতে তাকে নিতে চাইছে। এই অভিনেতা এক ছবিতে ২০ কোটি রুপি হাঁকিয়ে আলোচনায় এসেছেন।

আর মাধবনীর আগামী ছবি ‘ধামাকা’তে দেখা যাবে কার্তিক। এতে নিজের ইমেজ পুরোপুরি বদলে ফেলেছেন তিনি। সম্প্রতি ‘ধামাকা’ ছবিতে কার্তিকের নতুন লুক প্রকাশ্যে আসে। তার এই নতুন লুক সবাইকে মনে ধরেছে।

আর মাধবনীর ‘ধামাকা’তে ১০ দিনের শুটিংয়ের জন্য কার্তিক কত নিয়েছেন জানেন? এক কোটি দুই কোটি নয় ২০ কোটি রুপি! এই ছবিটিই কার্তিতের ক্যারিয়ার বদলে পারে যদি সবকিছু ঠিকঠাকভাবে হয়।

একটি হোটেলে ‘ধামাকা’ ছবির শুটিং হয়েছে। এই হোটেলেই ছবির পুরো টিম থাকত। আর আউটডোর শুটিং হয়েছে হোটেলের আশপাশে। ‘ধামাকা’ ছবির শুটিংয়ের জন্য জৈব-সুরক্ষা বলয়ের ব্যবস্থা করা হয়েছিল। যেনো করোনা সেখানে থাবা বসাতে না পারে। ২০২১ সালেই মুক্তি পাবে কার্তিকের এই ছবি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর