রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২১ ১০:০২ : পূর্বাহ্ণ
রাঙামাটির নানিয়ারচর ও সদর উপজেলার সংযোগকারী বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ (১২ জানুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে চালক মো. আরাফাত হােসেন (৪৫) ও জহুরুল ইসলাম (৪৭)। বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার পর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাণীরহাট থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি বিকট শব্দে ব্রিজটি ভেঙে যায় এবং ট্রাকটি সঙ্গে সঙ্গে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ট্রাকে থাকা ব্যক্তিদের মধ্য থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের সাথে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি টিম যোগ হলে ট্রাকের ভিতরে থাকা আরও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ট্রাকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালাচ্ছে।