শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

গাজীপুরে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২১ ৯:১২ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকার একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। এরা ওই কলোনির বাসিন্দা। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আজ সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে একজন মহিলাসহ ৪ জন মারা যায়। রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ কলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়ায় বসবাস করতেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর