রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২১ ৮:৩৭ : অপরাহ্ণ
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, সাত দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। তারুণ্যের উচ্ছ্বল প্রাণবন্যায় ভরপুর ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, লড়াই করেছেন প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে। এই কারণেই বঙ্গবন্ধু বলেছেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস-বাংলাদেশের ইতিহাস।’
আজ (৯ জানুয়ারি) সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ মোতালেব বলেন, ছাত্রলীগ মানবিকতার জয়গান গায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানবিকতা যখন বিপন্ন ঠিক তখনই সেই চিরচেনা রুপে ইতিহাসের কালজয়ী যোদ্ধা জাতির পিতার আদর্শের সৈনিক ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রানকর্তা হয়ে সাধারন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী, জরুরী ওষুধ ও অক্সিজেন। কৃষি কাজের শ্রমিক সংকটে খাদ্য ঘাটতির কথা মাথায় রেখে কাস্তে হাতে কৃষকদের সোনালি ধান কেটে গোলায় তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
তিনি বলেন, ‘জাতির জনকের ভাষায় নেতার মৃত্যু হতে পারে, কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু হতে পারে না’-এই বাণীকে পাথেয় করে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জাতির পিতার অবিনশ্বর চেতনার কান্ডারি হয়ে স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে চলছে।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এহসান উল্ল্যাহ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহরাব হোসেন শুভ, রকিম উদ্দীন চৌধুরী রাকিব, মোহাম্মদ বেলাল, আরফাতুর রহমান সাজ্জাদ, রাসেল উদ্দীন খোকন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আলী, জিহাদ, মইন উদ্দীন প্রমুখ।