শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে হাসপাতালে আগুন,দমবন্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২১ ১১:৫৮ : পূর্বাহ্ণ

ভারতের মহারাষ্ট্রের জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে দম বন্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুম্বই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী ৭ জনকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু। ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

হাসপাতালের ওই বিভাগে আগুন লাগার পর এক জন নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তার পর আসে দমকল বাহিনী। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন।

এ ঘটনায় হাসপাতালটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন


আরও খবর