মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ | ২০ অগ্রহায়ণ, ১৪৩০ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, চটলেন সাঈদ খোকন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২১ ১২:২৪ : অপরাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর চটেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সাঈদ খোকন বলেন, মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। কিন্তু তিনি রাঘববোয়ালদের না ধরে চুনোপুঁটি নিয়ে টানাটানি করছেন।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত অবৈধ দোকানদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম উল্লেখ করে আক্রমণাত্মক ভাষায় লেখা বিভিন্ন প্লাকার্ড নিয়ে কয়েকজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, মূলত সাঈদ খোকনের আমলেই অবৈধভাবে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন


আরও খবর