রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম সিটির প্রশাসক স্ত্রীসহ করোনায় আক্রান্ত



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২১ ৭:৩৬ : অপরাহ্ণ

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। বর্তমানে স্ত্রী সহ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সুজন ও তার স্ত্রীর করোনা পজেটিভ ফলাফল আসে।

সুজনের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। কারণ তিনি বুধবার নমুনা দেওয়ার পরও অফিসে দায়িত্ব পালন করেছেন। এ সময় সাংবাদিকদের ব্রিফিংও করেন তিনি।

করোনায় আক্রান্ত হলেও সুজন ও তার স্ত্রীর কোনো উপসর্গ নেই এবং তারা শারীরিকভাবে সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের স্ত্রী তাহমিনা বেগম নগরীর দক্ষিণ কাট্টলীর ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

খোরশেদ আলম সুজন নগরবাসীর উদ্দেশে অনুরোধ জানিয়ে এক বার্তায় বলেছেন, আপনারা উদ্বিগ্ন হবেন না, উৎকণ্ঠিত হবেন না। মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের সবার সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করতে পারি।

গত ৬ আগস্ট সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী ৬ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর