রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৪ জানুয়ারি ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ১০ মাস পর ঘর থেকে বের হলেন। কালো পোশাকে ঢাকা ছিল তার শরীর। এর পরও তাকে চিনতে ভুল করেননি ফটোপ্রেমীরা। তাকে দেখে ছবি তুলতে শুরু করেন আর পোজ দেন এই অভিনেত্রী।
কালো লেগিংস, কালো কোট, কালো মাস্ক, কালো ওভারসাইজড সানগ্লাস– এমনকি কাঁধের ব্যাগটিও ছিল কালো।
রোববার সকালে সপরিবারে হায়দরাবাদের বিমানবন্দরে নামেন ঐশ্বরিয়া। এ সময় ফ্রেমবন্দি হন ঐশ্বরিয়াসহ বচ্চন পরিবার।
বাইরে ঘুরতে বের হলেই মায়ের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরতে ভালোবাসে আরাধ্যা। তবে ওই দিন একেবারে আলাদা দেখা গেছে তাকে।
গোলাপি রঙের ট্র্যাকস্যুটের সঙ্গে ম্যাচ করে গোলাপি স্নিকার্স, গোলাপি মাস্ক, গোলাপি ফ্রেমের সানগ্লাস ও গোলাপি হেয়ার ব্যান্ড পরেছিল আরাধ্যা। ছবি দেখে ঐশ্বরিয়ার ভক্তরা ‘গোলাপি পরী’ বলে মন্তব্য করেছেন।
কিন্তু হঠাৎ ১০ মাস পর বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই হায়দরাবাদে কেন গেলেন তিনি!
জানা গেছে, বেশ কয়েক দিন হায়দরাবাদেই শুটিং করবেন ঐশ্বরিয়া।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা