শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে ১১ শিয়াকে অপহরণের পর গুলি করে হত্যা



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২১ ৭:৩৬ : অপরাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে অপহরণের পর ১১ শিয়া মতাবলম্বী কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

শনিবার(২ জানুয়ারি) তাদের অপহরণ করা হয়। আল-জাজিরার খবরে বলা হয় ,রোববার (৩ জানুয়ারি) পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র জানান,শনিবার তাদেরকে অপহরণ করা হয় পরে কয়েকজনের মরদেহ মেলে। বন্দুকধারীরা শিয়া কয়লা শ্রমিকদের পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়। বাকিদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তাদের সবাইকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোয়েটার ডেপুটি কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কুয়েটায় ছয় লাখ শিয়া মতাবলম্বী হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর