শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

সরকার হঠাতে গণঅভ্যুত্থানই একমাত্র পথ, নতুন বছরের শুরুতে ফখরুলের গর্জন



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২১ ৪:৪১ : অপরাহ্ণ

নতুন বছররের প্রথম দিন গর্জে উঠলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে হঠাতে গণঅভ্যুত্থানই একমাত্র পথ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘নতুন বছরে আমাদের প্রত্যয়, জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে সক্ষম হবে বিএনপি।’

আজ (১ জানুয়ারি) শুক্রবার ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ইতিহাস প্রমাণ করে– কখনই দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো হবে। একই সঙ্গে গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করা হবে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করেছে।’

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি– জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ‘ফ্যাসিবাদী স্বৈরাচার’কে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা এই ২০২১ সালে সফল হব বলে বিশ্বাস করি। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আকরামুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর