শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরবে, আশা কাদেরের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ। করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ।

তিনি শুক্রবার (১ জানুয়ারি) তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নববর্তা আর সম্ভাবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব নতুন বছরে করোনা মুক্তির মাধ্যমে পাবে জীবনের রূপ, রস, ঘ্রাণ। নানান খাতে করোনাজনিত সংকট কাটিয়ে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে। জীবনের পরতে পরতে আবার গুঞ্জরিত হবে আশার ঝর্ণাধারা।’

২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন


আরও খবর