বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৩ আশ্বিন, ১৪৩১ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আলজেরিয়ায় যাত্রীবাহী পিক-আপ উল্টে ২০ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২১ ৯:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী একটি পিক-আপ উল্টে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন আফ্রিকার নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনায় গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

দেশটির বেসামরিক সুরক্ষা ইউনিট তাদের ফেসবুক পেজে দেওয়া বার্তায় জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশটির তামানরাসেত শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১১ জন আহত হয়েছে। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।

নাগরিক সুরক্ষা ইউনিট জানিয়েছে, ওই যাত্রীরা একটি পিক-আপ ট্রাকে ছিল। দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছে তারা।

তামানরাসেত শহরটি আলজেরিয়ার একেবারে দক্ষিণে মালি ও নাইজার সীমান্তে অবস্থিত। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যেতে সাব-সাহারান আফ্রিকার অবৈধ অভিবাসীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ রুট।

এদিকে নাগরিক সুরক্ষা ইউনিট গাড়ির চালকদের আলজেরিয়া ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। দেশটিতে গত বছর তিন হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর