রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২০ ১১:৩৯ : পূর্বাহ্ণ
সিরিয়ার পূর্বাঞ্চলে একটি বাসে সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল বুধবার দেইর আল-জুর প্রদেশে বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সাধারণ নাগরিক নিহত হয়েছ। আর অন্য সূত্রগুলোর তথ্যানুযায়ী, হামলায় মারা গেছে সেনা সদস্যরা। হতাহতের সংখ্যা আরও বেশি।
এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।
সিরিয়া শত্রুমুক্ত করতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। সহায়তা দিয়ে আসছে রাশিয়া। দেশটিতে চলমান যুদ্ধে এ পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিছেন। যুদ্ধের কারণে ধ্বংস্তূপে পরিণত হয়েছে সিরিয়া।
সূত্র: পার্সটুডে