শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

আপোষহীন নেত্রীর কর্মীরা যদি আপোষকামী হয়, সরকার তুচ্ছতাচ্ছিল্য করবেই: গয়েশ্বর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২০ ৬:৫৩ : অপরাহ্ণ

বিএনপি নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিজ দলের নেতাকর্মীদের আপোষকামী হিসেবে আখ্যায়িত করলেন এ বিএনপি নেতা। তিনি রাগ-ঢাক না করে অকপটে বলে ফেললেন, আপোষহীন নেত্রীর কর্মীরা যদি আপোষকামী হয়, তাহলে তাে সরকার প্রধান তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা ও মশকরা করবেনই।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়ােজিত মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, বেগম জিয়া মশাল হাতে ঢাকার অলিতে- গলিতে আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই কারণে তিনি আপোষহীন নেত্রী। আপোষহীন নেত্রীর কর্মীরা যদি আপোষকামী হয়, তাহলে তাে সরকার প্রধান কথা বলবেনই, তুচ্ছতাচ্ছিল্য করবেনই।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, শুধু অদৃষ্টের ওপর, স্রষ্টার ওপর ভরসা করে হাতগুটিয়ে বসে থাকলে লক্ষ্য অর্জন করা যাবে না ।

স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কাপুরুষ ও মুখরা অদৃষ্টের ওপর নির্ভর করে, আর বীর পুরুষরা নিজের ভাগ্য গড়ে নেয়। দাবি আদায়ে নেতাকর্মীদের আন্দোলনের মাঠে আসার আহ্বান জানান গয়েশ্বর।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সােহেলসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

মন্তব্য করুন


আরও খবর