শনিবার, ৩ জুন, ২০২৩ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪

মূলপাতা দেশজুড়ে

শাহজালাল বিমানবন্দরে আবারো বোমা!


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২০ ৪:৪০ : অপরাহ্ণ

মাত্র ২ দিনের ব্যবধানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ বোমাটির ওজনও আগেরগুলোর মতোই ২৫০ কেজি। এ নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট ৫টি বোমা উদ্ধার করা হলো।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পঞ্চম বোমাটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে বোমাটি উদ্ধার করে।

এর আগে গত ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের চারটি বোমা উদ্ধার করা হয়েছিল।

পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য করুন


আরও খবর