সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ | ৬ মাঘ, ১৪৩১ | ১৯ রজব, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

রাজশাহীতে বিএনপির সমাবেশে হাতাহাতি



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর ২০২০, ৬:১২ অপরাহ্ণ

রাজশাহীতে বিএনপির সমাবেশে সামনে বসাকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এ সমাবেশের আয়োজন করেছিল রাজশাহী মহানগর বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর উপস্থিতিতেই বিএনপির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর