বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

নতুন রূপে সালমান


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২০ ৭:১০ : অপরাহ্ণ

বলিউড ভাইজান সালমান খান নিজেকে বদলে ফেলেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা তার একটি ছবি তেমনটাই জানান দিচ্ছে। ক্যাপশনে বলিউড ভাইজান লিখেছেন, ‘শুধু হচ্ছে।’

শেয়ারের পর নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন সালমান খানের ছবির ওপর। লাভ রিয়্যাক্ট দিয়ে কমেন্টস ঘর ভরিয়ে ফেলেছেন ভক্তরা। পায়েল ঘোষ নামে একজন লিখেছেন, ‘অসাম লুক’। তার নীচেই একজন লিখেছেন, ‘ম্যান ইউথ অ্যা গোল্ডেন হার্ট।’

প্রতিটি সিনেমায় আলাদা লুক নিয়ে হাজির হন সাল্লু ভাই। ‘অন্তিম’ ছবিতে একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ওই লুক নিয়েছেন তিনি। সিনেমায় আয়ূষ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সালমান।

এদিকে, সিনেমার পাশাপাশি রিয়েলিটি শো বিগ বসের এবারের আসরও উপস্থাপনা করছেন সালমান খান। মহারাষ্ট্রের গোরেগাঁওতে চলছে বিগ বস ১৪-র শুটিং। সপ্তাহের একদিন এ শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। করোনার নিয়ম মেনেই শুটিং করছেন এ অভিনেতা।

মন্তব্য করুন


আরও খবর