রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২০ ৬:৫৫ : অপরাহ্ণ
বাংলাদেশের অ্যাপে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘রবিবার’। ছবিতে তার বিপরীতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে তাদের।
চলতি বছরের শেষের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল।
‘রবিবার’ ছবিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান।
ছবিটি নির্মাণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষ। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি এ ছবিটি আবেগ ও থ্রিলারের মিশ্রণের গল্পে নির্মিত।
ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর এবং জয়া আহসান অভিনয় করেছেন সায়নী চরিত্রে।
লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল গণমাধ্যমকে বলেন, জয়া আহসান ও প্রজেনজিৎ অভিনীতি এই সিনেমা বেশ সাড়া ফেলবে।
এর আগে, গত বছর ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় রবিবার। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তি পায়। এবার বাংলা ভাষাভাষীদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মটিতে। সিনেমাটিক এই লিংক থেকে ডাউনলোড করে অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফ্রি পরিশোধের মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন সবাই।