আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের উদ্দেশে বলেছেন, ‘কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই, ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।’
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওতে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেছিলেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে খরগোশ ও কচ্ছপের গল্পটা মনে করিয়ে দিবেন। খরগোশ ও কচ্ছপের গল্পটি উনি যদি একবার মনে করেন, তাহলে কচ্ছপেই শেষ পর্যন্ত জেতে। সেই জয়টাই আমাদের হবে।’
মির্জা ফখরুলের এ মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, তা হলে বলেবা– জননন্দিত আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির সোনালি সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগেই আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, গল্পের কচ্ছপের মতো বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে না পেরে ধীরগতিতে চলতে থাকবে। কিন্তু আধুনিক প্রযুক্তিমনস্ক, গতিশীল বাংলাদেশ গড়তে সরকার খরগোশের অদম্য গতিতে পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে।
বিএনপিকে উদ্দেশে করে ওবায়দুল কাদের আরও বলেন, মাঝপথে থামিয়ে দেয়ার কোনো অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।