সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য সম্পর্কে বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে খরগোশ ও কচ্ছপের গল্পটা মনে করিয়ে দিবেন। খরগোশ ও কচ্ছপের গল্পটি উনি যদি একবার মনে করেন, তাহলে কচ্ছপেই শেষ পর্যন্ত জেতে। সেই জয়টাই আমাদের হবে।’
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলে তিনি।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তারা একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়।
আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া হলে জনগণ কি চায়, কি চায় না সেটা প্রমাণ হবে। তার আগে এমন আগাম কথাবার্তা বলে জনগণের চাওয়া না চাওয়া হয়ে গেল। জনগণের সাথে তো তাদের কোনো সম্পর্ক নেই। তারা এখন জনগণকে বাদ দিয়ে অন্য এক রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ দুপুরের দিকে জানতে পেরেছি যে কয়েকটি নির্বাচনি কেন্দ্র দখল হয়ে গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহরসহ বিভিন্ন স্থানে এ রকম ঘটনা ঘটেছে।’
এই মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ করা উচিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই পদত্যাগে দেরি হওয়াটা প্রমাণ করে তাদের আত্মসম্মানবোধ বলে কিছু নাই। যে দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা মনে করেন নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও ব্যর্থ হয়ে গেছে। তাহলে তো তাদের থাকা উচিত না।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ইভিএম দেশের জন্য উপযোগী ব্যবস্থা নয়। ইভিএম একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনেও আমরা বলেছিলাম উদ্দেশ্যে কাজ করছে। সেই উদ্দেশ্যেটা হচ্ছে পুরোপুরি বর্তমান আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করা।
এ সময় ঠাকুরগাঁও বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।