মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৩ রজব, ১৪৪৬

মূলপাতা জাতীয়

লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর ২০২০, ৭:২০ অপরাহ্ণ

যুক্তরাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় লন্ডন থেকে যারাই আসবেন, তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, লন্ডন থেকে যেই আসুক, তার যদি করোনা রিপোর্ট নেগেটিভও থাকে, তারপরেও তাকে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজধানীর দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে ব্যবস্থা আছে। কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। তবে হোটেলে কোয়ারেন্টিনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই খরচ বহন করতে হবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনও যোগাযোগ বন্ধ করেনি। এমতাবস্থায় দুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ব্রিটেন থেকে এলে সাত দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সবশেষ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা এলো সরকারের পক্ষ থেকে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর