শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

চীনে একের পর এক ছুরিকাঘাত, ৭ জনের প্রাণহানি



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২০ ১১:২৯ : অপরাহ্ণ

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ছুরি হামলায় অন্তত সাতজন নিহত ও আরো সাতজন আহত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান শহরের এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এদিন সকাল ৮টার দিকে একটি রেস্তোরাঁর সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সন্দেহভাজন হামলাকারী একের পর এক ব্যক্তির ওপর ছুরিকাঘাত করছিলেন।

স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর মুখোমুখি হতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন। হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চীনা আইনে আগ্নেয়াস্ত্রের বিক্রি ও নিজের কাছে রাখাকে নিষিদ্ধ। কিন্তু প্রায়ই ছুরি বা বাড়িতে তৈরি বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয় বিভিন্ন অঞ্চলে। অতীতে একই ধরনের হামলাকারীদের মানসিকভাবে অসুস্থ বা সহিংসতা বলে বর্ণনা করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুনে গুয়াংসির একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা চালানো হয়। ওই ঘটনায় স্কুলটির কমপক্ষে ৩৯ জন আহত হয়। পরে অপরাধীকে মৃত্যদণ্ড দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর