শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

পাকিস্তানের সঙ্গে থাকলে আজ আমরা কোথায় থাকতাম? প্রশ্ন আমুর



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২০ ৬:১৯ : অপরাহ্ণ

পাকিস্তানের সঙ্গে থাকলে আজ আমরা কোথায় থাকতাম?-এই প্রশ্ন রেখে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘দেশের উন্নয়ন প্রমাণ করেছে সে সময় বঙ্গবন্ধুর নেতৃত্ব, আমাদের মুক্তিযুদ্ধ সঠিক ছিল।’

শনিবার (২৬ ডিসেম্বর) ‘বিজয়ের ৪৯ বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) এ সভার আয়োজন করে।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, পাকিস্তানিরা একাত্তরের আগে থেকেই ষড়যন্ত্র করে আসছিল। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে তখনো এই সময়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর