শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

মহামারীতে আরও ধনী হয়েছেন এই কোটিপতিরা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২০ ৬:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

২০২০ সালের প্রায় শুরু থেকেই ঘরবন্দি গোটা দুনিয়া। কারণ কোভিড। প্রাণহানি তো রয়েইছে, সেই সঙ্গে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। লকডাউনের কারণ দীর্ঘদিন বন্ধ ছিল বিকিকিনি। বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প চিরতরে বন্ধ হয়েছে। ভারী শিল্পেও প্রভাব পড়েছে। এত কিছুর পরেও কিছু শিল্পপতি কিন্তু আরও ধনী হয়েছেন।

  • জেফ বেজস (‌অ্যামাজন কর্তা)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে সাত হাজার ৪০০ কোটি ডলার।
  • মার্ক জুকারবার্গ (‌ফেসবুক সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে চার হাজার ৩২০ কোটি ডলার।
  • বিল গেটস (‌বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন–এর সহপ্রতিষ্ঠাতা)‌:‌ ওই একই সময়ে সম্পত্তির পরিমাণ বেড়েছে দু’‌ হাজার ২১০ কোটি ডলার।
  • ওয়ারেন বাফে (‌বহুজাতিক সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৭০০ কোটি ডলার।
  • ল্যারি এলিসন (‌ওরাক্‌ল–এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে দু’‌ হাজার ৮৭০ কোটি ডলার।
  • ইলোন মাস্ক (‌টেসলা–র সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১১ হাজার ৮২০ কোটি ডলার।
  • মুকেশ আম্বানি (‌রিলায়েন্স ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান)‌‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে তিন হাজার ৭৬০ কোটি টাকা।
  • গৌতম আদানি (‌আদানি গোষ্ঠীর চেয়ারম্যান)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে এক হাজার ৮৯০ কোটি ডলার।
মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর