বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ | ২২ কার্তিক, ১৪৩১ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

মহামারীতে আরও ধনী হয়েছেন এই কোটিপতিরা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২০ ৬:০২ : অপরাহ্ণ

২০২০ সালের প্রায় শুরু থেকেই ঘরবন্দি গোটা দুনিয়া। কারণ কোভিড। প্রাণহানি তো রয়েইছে, সেই সঙ্গে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। লকডাউনের কারণ দীর্ঘদিন বন্ধ ছিল বিকিকিনি। বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প চিরতরে বন্ধ হয়েছে। ভারী শিল্পেও প্রভাব পড়েছে। এত কিছুর পরেও কিছু শিল্পপতি কিন্তু আরও ধনী হয়েছেন।

  • জেফ বেজস (‌অ্যামাজন কর্তা)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে সাত হাজার ৪০০ কোটি ডলার।
  • মার্ক জুকারবার্গ (‌ফেসবুক সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে চার হাজার ৩২০ কোটি ডলার।
  • বিল গেটস (‌বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন–এর সহপ্রতিষ্ঠাতা)‌:‌ ওই একই সময়ে সম্পত্তির পরিমাণ বেড়েছে দু’‌ হাজার ২১০ কোটি ডলার।
  • ওয়ারেন বাফে (‌বহুজাতিক সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৭০০ কোটি ডলার।
  • ল্যারি এলিসন (‌ওরাক্‌ল–এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে দু’‌ হাজার ৮৭০ কোটি ডলার।
  • ইলোন মাস্ক (‌টেসলা–র সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১১ হাজার ৮২০ কোটি ডলার।
  • মুকেশ আম্বানি (‌রিলায়েন্স ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান)‌‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে তিন হাজার ৭৬০ কোটি টাকা।
  • গৌতম আদানি (‌আদানি গোষ্ঠীর চেয়ারম্যান)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে এক হাজার ৮৯০ কোটি ডলার।
মন্তব্য করুন


আরও খবর