বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে অভিনেতা কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২০ ১০:৩৪ : অপরাহ্ণ

জনপ্রিয় টিভি অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এর আগে তিনি হাসপাতালের করোনা ইউনিটে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বলেন, বৃহস্পতিবার উনার অবস্থা কিছুটা ভালো ছিল। ওই দিন রাত ১১টা পর্যন্ত আমরা হাসপাতালে ছিলাম। চিকিৎসকদের পরামর্শে বাসায় যাওয়ার পর হাসপাতাল থেকে জরুরি ফোন পাই। তারপর দ্রুত আবার হাসপাতালে আসি।

আবদুল কাদেরের অবস্থা খুব ভালো না উল্লেখ করে জেমি আরও জানান, তিনি দুর্বল হয়ে পড়েছেন , নড়াচড়া করতে পারছেন না। মাঝে মাঝে হালকা নিঃশ্বাস নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর আবদুল কাদেরকে ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান হাসপাতালে ভর্তি করানো হয়। ১৫ ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আবদুল কাদেরের ক্যান্সার হয়েছে এবং ক্যান্সার তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

এরপর পরিবারের সিদ্ধান্তে আবার আবদুল কাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। গত ২১ ডিসেম্বর বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এ অভিনেতাকে।

মন্তব্য করুন


আরও খবর