ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীন উপজেলা ও পৌর শাখার সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মো.জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সব উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই গত ৩০ নভেম্বরের সিদ্ধান্তের আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনে সব উপজেলা ও পৌর বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
শিগগিরই উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন