সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে একটি ডিমের দাম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২০ ৭:০১ : অপরাহ্ণ

পাকিস্তানের মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক অবস্থা নাজেহাল দশা। এতে আকাশ ছোঁয়া বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

দেশটিতে একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে। সেখানে এক ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে ৩৫০ রুপি। পাকিস্তানে শীত মৌসুমের কারণে ডিমের চাহিদা বেড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও।  দেশটিতে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আর আদার দাম এক হাজার রুপি ও গম প্রতিকেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে।

ইমরান খান অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। অথচ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তার সরকার।

বর্তমানে পাকিস্তানে জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে রয়েছে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।

সূত্র: ডেইলি হান্টের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর