রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ | ২১ আশ্বিন, ১৪৩১ | ২ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২০ ২:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ খায়রুল ইসলাম (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোবরাকুড়া ভারত-বাংলাদেশ সীমান্তের সীমান্তের ১১২৪নং মেইন পিলারের ৫এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি ও পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নিহত খায়রুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক গণমাধ্যমকে সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে খায়রুল গরু আনার উদ্দেশ্যে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার গাছুয়াপাড়ায় বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ সূত্র জানিয়েছে, সংবাদ পেয়ে পরিবার ও স্থানীয়রা মোহাম্মদ খায়রুল ইসলামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর