মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ | ২০ অগ্রহায়ণ, ১৪৩০ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

তাদের ‘নো প্রেম নো বিয়ে’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২০ ৩:৪৮ : অপরাহ্ণ

শোবিজ অঙ্গনে জনপ্রিয় দুই নাম মোশাররফ করিম ও তারিন জাহান। এই জুটি ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন বহু নাটক। সম্প্রতি আবারও জুটি হয়েছেন তারা। অভিনয় করেছেন ‘নো প্রেম নো বিয়ে’ শিরোনামের একটি নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল হাসান। গত ১৯ ও ২০ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি অফিসে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘তারিন আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। এটা শুধু বলার জন্যই যে বলা তা নয়, এটা আমার অন্তরের কথা। তার সঙ্গে যখনই আমি অভিনয় করি তখনই অভিনয়টা দারুণ উপভোগ করি এবং আমি আনন্দিত হই। আর এ নাটকের গল্পটা এক কথায় দুর্দান্ত। কিন্তু গল্পটা বলতে চাচ্ছি না।’

তারিন জাহান বলেন, ‘আমাদের দেশে এই সময়ে যে’কজন ভার্সেটাইল অভিনেতা আছেন তাদের মধ্যে অন্যতম একজন মোশাররফ ভাই। অভিনয়ে ভীষণ ইমপ্রোভাইজ করার অসাধারণ ক্ষমতা আছে তার। কিছু কিছু ক্ষেত্রে বিশেষত হাসির নাটকগুলোতে তিনি এমন কিছু করেন, যা দেখে হাসি আটকে রেখে তারই কাউন্টার দিয়ে অভিনয় করা কঠিন হয়ে দাঁড়ায়। মোশাররফ ভাইয়ের সঙ্গে সবসময়ই কাজের অভিজ্ঞতা চমৎকার। সোহেল হাসানের পরিচালনায় এটা আমার প্রথম কাজ, গল্পটা ভালো। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সোহেল হাসান জানান, শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

মন্তব্য করুন


আরও খবর